“দ্য টিন ড্রাম” বইয়ের ভিতর থেকে নেওয়া:
১৯৫৯ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য টিন ড্রাম’। মহাকাব্যিক এই উপন্যাস যুদ্ধোত্তর জার্মানিকে ভাষিক ও নৈতিক অবক্ষয়ের ভস্মস্থূপ থেকে নবজন্মের প্রেরণায় জেগে উঠতে উদ্বুব্ধ করে। গােটা জার্মান সাহিত্যেরই ভিত নাড়িয়ে দেয় উপন্যাসটি। এমন কি সমাজকেও। এই উপন্যাসের পরতে পরতে রয়েছে যুদ্ধপরবর্তী জার্মান সমাজের ভয়াবহ চিত্র। স্মৃতি কথাও তাতে দৃশ্যমান। ‘দ্য টিন ড্রাম’ উপন্যাসটি চলচ্চিত্রে রূপদান করেন ফোলকার স্লোয়েনডর্ফ। ছবিটি কান এবং অস্কার পুরস্কার লাভ করে।