আমার জন্ম ১৯৪৯ সালে ওড়িশার কটক শহরে। লেখাপড়ায় আমি কোনওদিন ভাল ছিলাম না। কোনওরকমে বি.এ পাশ করেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে, ইংরিজি সাহিত্যে। এম.এ পড়তে পড়তে আকাশবাণী কলকাতা কেন্দ্রে ক্যাজুয়াল কন্ট্রাক্টে চাকরিতে ঢুকি। প্রোডাকশন অ্যাসিস্টেন্ট পদে। পরে ঐ পদেই পাকা চাকরি পাই, কিন্ত আকাশবাণীতে না থেকে ব্যাংকে পরীক্ষা দিয়ে কেরানির চাকরিতে ঢুকি। ১৯৭৫ সালে আমি (তখনকার) পশ্চিম জার্মানিতে চলে যাই। সেই দেশে শুরু হয় আমার বেতার-সাংবাদিক জীবন। বেতার সাংবাদিক হিসেবে আমি পশ্চিম জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করেছি। আমার শেষ চাকরি ছিল ভয়েস অফ জার্মানির বাংলা বিভাগে, কোলোন শহরে, সিনিয়র এডিটর পদে। ১৯৮৯-এর শেষে আমি চাকরির পাট চুকিয়ে কলকাতায় ফিরে আসি। আধুনিক বাংলা গানে বেঁধে গেয়ে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে বাঁচতে চেষ্টা করব বলে। ছোট্টবেলা থেকে কন্ঠসঙ্গীতে তালিম নিয়েছি আমি। ন’বছল বয়স থেকে আমি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গান গেয়েছি। ১৯৭২ ও ১৯৭৩ সালে আমার…..