চীনা ভাষায় কোনাে বর্ণমালা নেই। আছে চিত্রাক্ষর – অসাধারণ এক চিত্রলিপি (Pictograph)। চিত্রাক্ষরের সংখ্যা মতান্তরে কাছাকাছি। সে ক্ষেত্রে মুখস্তবিদ্যায় পারদর্শিতার বিকল্প নেই। অর্থাৎ সঠিকভাবে চীনা ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই কিছু চিহ্নবর্ণিত শব্দাবলী মুখস্থ করতে হবে। হিসাব করে দেখা গেছে পরিপূর্ণভাবে চীনা ভাষায় অনর্গল কথা বলতে হলে আপনাকে কমপক্ষে ১৫০০ চীনা শব্দ মুখস্থ করতে হবে। অবশ্য আপনি মােটামুটি কথা বলার জন্য এই বইতে দেয়া শব্দাবলী মুখস্থ করলেও চলবে। সেক্ষেত্রে হয়তাে আপনাকে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ শব্দ মুখস্থ করতে হতে পারে….