যারা বলছেন আমি জাপানি শেখার চেষ্টা করছি তাদের জন্য বইটি খুবই উপকারী। শুধু মাতৃভাষা নয় সাথে ইংরেজি ও অন্য এক বা একাধিক ভাষা জানা থাকাটা অনেক জরুরী বিষয়। এই বিভিন্ন ভাষা শেখার যোগ্যতাটাই আধুনিক গতিশিল বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহয্য করে থাকে এবং ক্যারিয়ারে উন্নতিতে সাহয্য করে।