“স্বপনকুমার ২০টি গোয়েন্দা উপন্যাস – ২য়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
প্রথম খণ্ডের অসাধারণ সাফল্যের পর ‘স্বপনকুমার ২০টি গােয়েন্দা উপন্যাস’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল। আশা করা যায় এই খণ্ডটিও পাঠকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলবে। স্বল্প পরিসরে ছােট ছােট গােয়েন্দা উপন্যাস সার্থক ভাবে লেখা মােটেই সহজ কাজ নয়। স্বপনকুমার কিন্তু সেই কাজটাই করে দেখিয়েছেন। অথচ প্রত্যেকটি উপন্যাসের পটভূমি থেকে আরম্ভ করে বিষয়বস্তু সবই আলাদা আলাদা। সেই জন্যেই স্বপনকুমারের গােয়েন্দা উপন্যাসগুলি অমন অস্বাভাবিক সাড়া জাগিয়েছিল। প্রত্যেক মাসে স্বপনকুমারের একটি করে গােয়েন্দা উপন্যাস দেব সাহিত্য কুটীর থেকে বেরুততা। পাঠক-পাঠিকা সাগ্রহে অপেক্ষা করে থাকতেন ছােট্ট সেই গােয়েন্দা উপন্যাসটির জন্যে।