ভূমিকা
তােমরা গল্প শুনতে ভালবাস, রূপকথার গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, আরও কত গল্প। রূপকথার সঙ্গে সঙ্গে তােমরা কল্পনার জাল বিস্তার করে ভাব, তােমরাও যদি রাজপুত্র হতে পারতে। অ্যাডভেঞ্চারের গল্প শুনতে শুনতে তােমরা নিজেদের ভাব হয় ডিটেকটিভ, নয় শিকারী বা দলনায়ক। কিন্তু আজকে এই যে গল্প বলা হবে, এর মধ্যে কোথাও কল্পনা নেই, এগুলাে নিছক সত্যি। রাজারানী হলেও এঁরা পক্ষিরাজ ঘােড়া চড়তেন না। সত্যিকারের ঘােড়ায় চড়ে এঁরা তরােয়াল হাতে যুদ্ধ করতেন। শত্রুর তরােয়ালের ঘায়ে এঁরা আহত বা নিহত হতেন। | ইতিহাসের ছেড়া পাতার এই গল্প তােমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যা পড়ে জানতে পারবে যে তােমরা কত বড় বীরপুরুষদের বংশধর।