“ফুটবলের ৫ নক্ষত্র” বইয়ের ভূমিকা:
ক্রিকেটের ৫ নক্ষত্র ও ক্রিকেটের ৫ অধিনায়কের পর প্রকাশিত হল ফুটবলের ৫ নক্ষত্র। বইটিতে আছে পাঁচ তারকা ফুটবল খেলােয়াড়ের ছােট থেকে বড় হয়ে ওঠার কাহিনি। এঁদের মধ্যে শুমাকার হয়তাে একটু স্বল্প পরিচিত। অথচ ওঁর মতাে দক্ষ এবং অসাধারণ গােলরক্ষক বিশ্ব ফুটবল খুব বেশি পায়নি। বিশ্ব ফুটবলের ইতিহাসে লেভ ইয়াসিনের পরেই তার স্থান। তার ছােটবেলার জীবনের লড়াই-এর কথা আমাদের দেশের কচি-কাঁচাদের অনুপ্রেরণা যােগাবে। অবশ্য অন্য চারজনেরও ছােটবেলাটা কেটেছে প্রচণ্ড সংগ্রামের মধ্যে দিয়ে। ওঁদের বড়বেলার কথা আমরা সকলেই জানি, কিন্তু জানি না তাদের ছােটবেলার দিনগুলির কথা। বইটি সকলকে সেই কথাই জানাবে। আমার দৃঢ় বিশ্বাস পাঁচজন বিশ্বসেরা ফুটবল খেলােয়াড়ের ছােটবেলার কাহিনি আমাদের দেশের ছােটদের মনে বাড়তি সাহস আর মনােবল জোগাবে।