শায়খুল হাদীছ হযরত মাওলানা যাকারিয়া কান্ধলভী (রহ.) সংকলিত ‘ফাযায়েলে আমল’ কিতাবখানির মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মেহনতে সম্পৃক্ত লক্ষ লক্ষ মুসলমান দীন ইসলামের ইলম হাসিল করে থাকে । মাকবুল ও মূল্যবান এই গ্রন্থখানি পৃথিবীর বহু ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে । কিন্তু মুসলমানদের একটি দল অসার ও অযৌক্তিক কিছু আপত্তি উত্থাপন করে গ্রন্থখানির গ্রহণযােগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর । বক্ষ্যমাণ এই পুস্তিকায় এসব আপত্তিকে যৌক্তিকভাবে খন্ডন করা হয়েছে এবং হাদীছ শাস্ত্রের পুরােধা ব্যক্তিবর্গের অভিমত উদ্ধৃত করে এ কথা প্রমাণ করা হয়েছে যে ফাযায়েলে আমল কিতাবখানি হাদীছ শাস্ত্রের ইমামগণের কাছে স্বীকৃত মানদন্ডে উত্তীর্ণ। এ কারণে ফাযায়েলে আমলের প্রতি নিজে আস্থাশীল হতে এবং অন্যকে আস্থাশীল করতে দাওয়াত ও তাবলীগের প্রত্যেক সাথীর সংগ্রহে এই কিতাবের একটি নুসখা থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে দীনের সহীহ দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত রাখুন, আমীন।