Description
ভূভারতে এ ব্যাপারে একমেবাদ্বিতীয়ম তো নিশ্চয়ই। বিশ্বেও সম্ভবত বিরলতম সেই ক্রীড়া সাংবাদিক যার কিটব্যাগ এ কিনা দুটো প্রামাণ্য মেগা সাক্ষাৎকার। ডন ব্র্যাডম্যান এবং ডিয়াগো মারাদোনা। ঘটনাচক্রে আজ থেকে আঠারো বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নামে এক হবু ক্রিকেটার সম্পর্কে বাংলা ও ইংরেজিতে প্রথম বার হওয়া দুটো প্রতিবেদনের লেখকের নামই এক ছিল। কুঁড়ি থেকে মহীরুহ – গোটা সফরেই যিনি জলজ্যান্ত ছিলেন। পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের তল সৌরভের অতিক্রম করে যাওয়া সব স্টেশনই তিনি দেখেছেন সিলি পয়েন্ট এ দাঁড়িয়ে।
গৌতম ভট্টাচার্য