লেখকের কথা:
প্রিয় পাঠকবৃন্দ,
বুলেট বিশ্ব বইয়ের মাত্র ৫ বছরের পথচলায় আপনাদের ভূয়সী প্রশংসা সত্যিই আমাকে আরাে বেশি দায়িত্বশীল করে তুলছে। তাই প্রতিনিয়তই চেষ্টা করছি বইটাকে আরাে কার্যকরভাবে গােছাতে। তবে অন্যান্য বই থেকে ভিন্নতার প্রশ্নে সবসময়ই বুলেট বিশ্ব আপােষহীন। আমি বিশ্বাস করি, না বুঝে হাজার তথ্য পড়ার চেয়ে মনে রাখার মতাে বুঝে ১শ তথ্য পড়াই উত্তম। তাই বুলেট বিশ্ব বইয়ে শুধু গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় কমন আসার মতাে Topic গুলাে নিয়ে আলােচনা করা হয়েছে। আপনারা এতে তুলনামূলক বেশি উপকৃত হচ্ছেন জেনে আমি নিজেকে সার্থক মনে করছি। আপনাদের সাধারণ জ্ঞান ভীতি দূর করতে আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।