“দি লস্ট সিম্বল”বইটির ১ম ফ্লাপের কিছু কথা:
গােপন এক জ্ঞান রক্ষা করে আসছে সিক্রেট সােসাইটি ফ্রিম্যাসন। বলা হচ্ছে, সেই জ্ঞান অযােগ্য বা ক্ষতি করতে প্রস্তুত এমন কোনাে লােকের হাতে পড়লে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। পৃথিবীর। অসংখ্য কোড আর প্রতীকের ধাঁধার আড়ালে লুকিয়ে আছে সেই জ্ঞান। সেটার অর্থ উদ্ধারের জন্য কৌশলে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হলাে রবার্ট ল্যাঙড়নকে। জানতে পারলেন বন্ধু পিটার সলােমনের মারাত্মক বিপদ। কোড আর প্রতীকের অর্থ উদ্ধারের জন্য জিম্মি করা হয়েছে তাকে। ল্যাঙডনকে বাধ্য করা হলাে ওটার অর্থ উদ্ধারের জন্য। বন্ধুকে বাঁচাবার জন্য মরিয়া ল্যাঙডন আসলে নিজেই জানেন না ওই কোডের অর্থ কি হতে পারে। তবে শেষপর্যন্ত সলােমনের বােন ক্যাথরিনের সাহায্য নিয়ে পিরামিডের গায়ে খােদাই করা কোডের অর্থ উদ্ধার করতে পারলেন তিনি। পৃথিবীবাসী কী তা হলে ভয়ঙ্কর আর গােপন সেই। জ্ঞান জানতে পারবে? ক্যাপস্টোন আর পিরামিডের ধাঁধায় ভরপুর অসম্ভব শ্বাসরুদ্ধকর এক কাহিনি, যা প্রতি মুহূর্তে শিহরিত করবে পাঠককে।