“নাগরিক পেন্ডুলাম” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
‘শহুরে সভ্যতায় নিরুপায় ব্যক্তিগত জানালার কাচ’ তবু বিদ্রোহের বিপরর স্থান আছে বৈকি!
‘কেউ কি জানতাে, শহরের বুকে জমে, আছে এতাে মাটি?
মুদ্রারও উল্টোপিঠ থাকে; সত্যের আড়ালেও সত্যের বাস।
‘যতােটা পুণ্য চোখ মেলে দেখি,
ততােটা পাপের আড়ত পেছনে রােজ’
এখানে তাই, ‘প্রেমে ও প্রয়াণে কোনাে তফাত ছিলাে না।
অবশেষে‘তােমার পায়ের কাছে প্রতিশব্দ,
তােমার বুকের কাছে ঝােড়াে কালবেলা;
এ শহরে জলজ্যান্ত মৃত্যু এসে ঘুমিয়েছে
প্রেমপত্রে কাটাকুটি খেলা।