“আলো ছায়ার জোয়ার-ভাটা” বইয়ের সংক্ষিপ্ত কথা:
আলো ছায়ার জোয়ার-ভাটা ফজল-এ-খোদার স্মৃতিমূলক গদ্যের বই। তাঁর এই গদ্য রচনাগুলোতে উদার এক প্রগতিবাদী মনের পরিচয় পাওয়া যায়। স্মৃতিবিধুর এই রচনাগুলো শৈলীগত পরিশীলনের চেয়ে আন্তরিক উপলব্ধির সরল প্রকাশ হিশেবে বেশি মূল্যবান।