কালাে মুখােশের সামনের রং হঠাৎ পাল্টে যেতে লাগল। দূর থেকে দেখে মনে হলাে ওই জায়গাটা ভেজা। হ্যাঁ, ওমর ফারুকের চোখের পানিতে সামনের দিকটা ভিজে গেছে। পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। ভিন গ্রহের বিজ্ঞানী এ্যালিয়েন লিথষনের চোখে ধরা পড়ল এই পরিবর্তন। সে দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন। কিন্তু এ মুহূর্তে মুখােশের ভেতরের চেহারাটা কেমন? নির্ভীক? অবিকল আগের মতােই? নাকি বিমর্ষ? তা অবশ্য বােঝা গেল না। এসময় শােনা গেল আবার ফিসফিস আওয়াজ। ওমর ফারুকই বললেন, ‘খােদা, পৃথিবীকে তুমি রক্ষা করাে।’ ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। কোনাে ঐশ্বরিক কিছু ঘটলে বিশ্বের শ্রেষ্ঠতম বিজ্ঞানীর জীবন অবসানের জন্য সময় বাকি আছে আর মাত্র দুই সেকেন্ড!