সুমনার বয়স পঁচিশ পেরিয়ে গেছে । এখন সে বিয়ে করতে চায়। তবে সে মনে করে আমি যার সাথে ঘর করব সে। কেমন! তার সাথে কথা বলে আগে প্রেম জমে তারপরে আলােচনা হবে। ছেলে মেয়েকে প্রতিশ্রুতি দিবে, মেয়ে ছেলেকে প্রতিশ্রুতি দেবে। দু’জনার জীবনে ঘর সংসারে ওয়াদাবদ্ধ হবে তারপরে বিয়ে হতে পারে। তা না করে অভিভাবকদ্বয় দেখাদেখি করে ছেলেমেয়ে বিয়ের বন্ধনে জড়ালে মেয়েকে ঘরে নিয়ে গিয়ে ছেলে তার নিজের মতাে করে ব্যবহার করতে থাকল। এভাবে বিয়ে হয়ে ছেলে যদি মেয়েকে তার বন্ধুদের হাতে তুলে দেয়! কারও কাছে বিক্রি করে কিংবা গাে পেটানাে পিটিয়ে তার হাতের রস মেটায়!
তাকে না খাওয়ায়ে
পরিয়ে অনাদরে রাখে! ঘরে না তুলে তাকে যদি ঘরের বারান্দায় রাত কাটাতে দেয়! ছেলের মনে যেমন ইচ্ছা থাকে যদি সে তেমন করে! তাহলে অসহায় নারীর কি করার আছে?