আমি হাজির হই লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে। ডিসেম্বরের ২৩ তারিখ। সেখানে মাস্টার পেইন্টারদের তুলির মুন্সিয়ানা দেখতে দেখতেই খবর পাই বিশেষ প্রদর্শনী হচ্ছে ভিঞ্চির উপর। আমি বলব, ঐতিহাসিক প্রদর্শনী। প্রদর্শনী শুরু হয় ৯ নভেম্বর, চলে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে ভিঞ্চির শেষভােজসহ বিশ্ববিখ্যাত অন্যান্য পেইন্টিং ও স্কেচ থাকলেও যে কারণে, বলা ভালাে, যে পেইন্টিং দুটির কারণে বছরের সেরা চিত্র প্রদর্শনীর মর্যাদা অর্জন, সেই দুটি পেইন্টিং নিয়েই আমরা আলােচনা করব।
সারা জীবনে দশটির মতাে পেইন্টিং করেছেন লিওনার্দো দ্য ভিঞ্চি। সেগুলাের মধ্যে কয়েকটি আবার অসম্পূর্ণ। আর সম্পূর্ণ পেইন্টিঙের মধ্যে ভার্জিন অব দ্য রকসই এঁকেছেন দুবার। কাজেই নগরবিদ, জ্যোতির্বিদ, স্থপতি, প্রকৌশলী, সামরিক প্রযুক্তিবিদ এমন নানাবিধ বিশেষণ পাশে রেখে চিত্রশিল্পী হিসেবে যদি ভিঞ্চিকে আলাদা করে দেখা যায় তাহলে প্রকৃতির কুমারী তার কম গুরুত্বপূর্ণ ছবি নয়। এ ছবির দুটো সংস্করণই ভিঞ্চি আঁকেন ইতালির মিলান শহরে। আয় রােজগারের জন্যই ফ্লোরেন্স ছেড়ে ১৪৮২ সালের শেষ নাগাদ অথবা ১৪৮৩ সালের শুরুতে মিলানে পা রাখেন ভিঞ্চি।