“ঐতিহাসিক স্থাপত্য ও আমাদের ঐতিহ্য” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
প্রত্যেক দেশ ও জাতির নিজস্ব কিছু ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যা তাদের সংস্কৃতিকে বহন করে। যে কোন দেশ ও জাতির স্থাপত্য নিদর্শন ও লােকশিল্পের মাঝে তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলিত হয়। ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্যের মাধ্যমে আমরা আমাদের সােনালি অতীতকে জানতে পারি, যে অতীত বীরতের মহিমায় মহিমান্বিত ও প্রাচীন ঐতিহ্যের আলােকে আলােকিত। বাংলাদেশের তেমনি ঐতিহ্যবাহী কিছু স্থাপত্য নিদর্শন এবং প্রাচীন কিছু লােকশিল্পের কথা এ বইটিতে বর্ণনা করা হয়েছে।