“বুকের ভেতর বাংলাদেশ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
প্রশান্ত তখন ছােট। দাঙ্গা ও দেশভাগের বিষয়টি প্রশান্ত তখন বােঝেও না। অথচ একদিন রাতে বাবা-মা’র সঙ্গে তাকেও পূর্ব পাকিস্তান, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয় ইন্ডিয়া। যাবার সময় তাঁকে হাতছানি দিয়ে ডাকে তার ছােট্ট বন্ধুরা। বাগানের আম কাঁঠাল লিচুর পাতা সবুজ বনের পাখি, পুকুরঘাট-এ সব কিছু ছেড়ে যেতে কিছুতেই সায় দিচ্ছিল না তার মন তবুও ছেড়ে যেতে হলাে সাতপুরুষের ঠিকানা। প্রায় ভুলেই গিয়েছিল পুরনাে দিনের কথা। কিন্তু বাবার বন্ধু ইয়াসিন চাচার চিঠি প্রশান্তকে আবার টেনে আনে বাংলাদেশের নরসিংদি। তার গ্রামের বাড়িতে। তার ইচ্ছেও ছিল চিরবিদায়ের আগে একবার যেন জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে পারেন। পূর্বপুরুষের জমানাে মােহরের টানে নয়, রেখে যাওয়া স্মৃতিগুলাের টানে, হৃদয়ের টানে। বাংলাদেশে এসে প্রশান্তর হৃদয়ে যে অনুভব এবং মাতৃভূমির প্রতি তাঁর যে দরদ-তাই বুকের ভেতর বাংলাদেশ।