শ্রেষ্ঠ গল্প

৳ 480.00

লেখক বুলবুল সরওয়ার
প্রকাশক আদর্শ
আইএসবিএন
(ISBN)
9789848875087
ভাষা বাংলা
সংস্কার 1st, 2015
দেশ বাংলাদেশ

গল্প হলো জীবনের লগ্ন কিংবা সুহূর্তের চিত্র। তারও রূপ বদলাচ্ছে। শোনা থেকে পৌছে গেছে দেখানোয়; উপন্যাস হয়েছে চলচ্চিত্র। কিন্ত এরপর? সে ও এক গল্প। মূলে প্রত্যাবর্তনের চিরায়ত চক্র। গল্প জীবন জিজ্ঞাসাও বটে। কৌশল এবং ঢং শুধু ভিন্ন ভিন্ন। নিরীক্ষা ও নিজস্বতার রূপেই তার পরিচয় । তাই এ জগত আলাদা আলাদা সৌরজগত আলোকবর্ষের দূর দুরান্তরে। কুড়ি বছরের কালক্রম চুরাশি থেকে দু হাজার তিন সময়ের তির্যাক আলোকপাতে উজ্জ্বল অনেকগুলো গল্পের সন্নিবেশ নানা বিচারে তাৎপর্যাপূর্ণ। অন্তত তিনটি গল্প রাজরোষে রক্তাত্ত; নির্যাতন ক্লান্ত ও আইনের মারপ্যাচে নিষিদ্ধ। এ গল্প সংকলন শ্রেষ্ঠ কোন বিচারে নিরিখের ভার পাঠকের ওপরই রইল। শুধু এটুকু বলা যায় এ কোনো সরল প্রেমকাহিনী নয় নয় কোনো দর্শনের কানাগলি: এ হলো জীবন নদী অর্থাৎ বাংলাদেশ।
‘লেখক পরিচিতিঃ
কবি, লেখক, অনুবাদক বুলবুল সরওয়ারের জন্ম ২৭ নভেম্বর ১৯৬২; নারিকেল বাড়ি, গোপালগঞ্জ। বাবা মোবারক আলী খন্দকার (১৯০৭-১৯৭০) মারা যান অতি শৈশব; মা আয়েশা মোবারকের (১৯১৬-১৯৯৭) হতেই মানুষ। দাদা নোমান খন্দকার (১৯৪০-২০০৩) মেঝভাই মোস্তফা কামাল (১৯৪৫-) এবং সেঝভাই আবুল ফজল খন্দকারের (১৯৫০-) স্নেহধন্য পথচলা; খানিক অনিচ্ছা নিয়েই ডাক্তারী পেশায় অবগাহনও অধ্যাপক পদে আসীন।
স্ত্রী দিলরুবা মনোয়ারা, কন্যা আয়েশা তাজিন মাশরুবা ও পুত্র আয়হান নাভিদ নওরোজ সাহিত্য জীবনের সাথী। আর প্রেরণা বন্ধুরা। গল্প কবিতা, ভ্রমণ, শিশুতোষ ইত্যাদি মিলিয়ে তার মৌলিক বইয়ের সংখ্যা ২৮ এবং বিশ্বসাহিত্যের অনুবাদ ১৬ । প্রিয় বিষয় আড্ডা কফি ও ভ্রমণ।

Bulbul Sarwar- ১৯৬২ সালে ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। লেখক ও কবি বুলবুল সরওয়ার পেশাগত জীবনে একজন চিকিৎসক ও শিক্ষক। ঢাকা মেডিকেল কলেজের স্নাতক ডা. বুলবুল সরওয়ার সরকারি, বেসরকারি, আধা-সরকারি এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন দেড়-যুগ ধরে। হেল্থ এডুকেশন মাস্টর্স করে কায়রো থেকে উচ্ছশিক্ষা নিয়েছেন জনমিতিতে। বর্তমানে পিএইচডি গবেষণা করছেন HIV/AIDS নিয়েই। তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ এর Dept. of Community Medicine এর প্রধান হিসেবে কর্তব্যরত আছেন। অসাধারণ কিছু ভ্রমণকাহিনী রচনার জন্য অধিক খ্যাত হলেও গল্প, কবিতা, উপন্যাসেও তাঁর অবাধ বিচরণ। এছাড়া অনুবাদ সাহিত্যে তাঁর শক্তিশালী অবদান রয়েছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ