জঙ্গলের পোড়োবাড়িটা ছিল জমিদারদের। এখন সেটা ভুতুড়ে বাড়ি। রহস্যময়। রাতের আঁধারে কিছু লোক রহস্যময়ভাবে ঘোরাঘুরি করে। বীরু বিশু পটলা, আসাদুল ঘটক, ড্যানিয়েল ও দুর্ধর্ষ মেয়ে দুর্গা। সবাই অ্যাডভেঞ্চার ভালোবাসে। ওদের দলের ক্যাপ্টেন বীরু। শম্ভু দত্ত মৃত্যুর আগে কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণ স্বর্ণমূর্তির সন্ধান বলে যায় বীরুকে। বীরু দলবল নিয়ে জঙ্গলের পোড়োবাড়িতে খুঁজতে থাকে স্বর্ণমূর্তিটা। জঙ্গলে রাতের আঁধারে চোরাচালানি নিয়ে শাহাবুদ্দিন ম্যাগনেট পরিকল্পনা আঁটে ডাকাতির। বীরু দলবল ও কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণ স্বর্ণমূর্তিসমেত ধরা পড়ে শাহাবুদ্দিন ম্যাগনেট নামের বিদঘুটে চেহারার লোকটার হাতে। বীরু কি দলবল নিয়ে উদ্ধার হতে পেরেছিল লোকটার হাত থেকে? শ্বাসরুদ্ধকর ঘটনা, টানটান উত্তেজনা, চমকপ্রদ সব ঘটনা কাহিনির শুরু থেকে শেষ পর্যন্ত। একবার পড়া শুরু করলে আর শেষ না করে ওঠা যায় না। প্রিয় পাঠক সাঈফ আবেদীনের এক অসাধারণ সৃষ্টি জঙ্গলবাড়ির রহস্য উপন্যাস। সব বয়সী পাঠককে উপন্যাসটি মুগ্ধ করবে।