“পিতা পুত্রকে (২য় খণ্ড)” বইয়ের সংক্ষিপ্ত কথা:
এ উপন্যাসের অনেকটা অংশ ১৯৯৮ সালের শারদীয় প্রসাদে’ প্রকাশিত হয়েছিল। আরও অনেকখানি সংযুক্ত হয়ে পিতা পুত্রকে’ উপন্যাসের দ্বিতীয় খন্ড প্রকাশিত হল। পাঠকদের মনে রাখতে হবে, অনেক বাস্তব ঘটনা ও চরিত্রের বিবরণ ও বিচরণ সত্বেও, এ পুস্তক উপন্যাস। বাস্তব ও কল্পনা হাতে হাত মিলিয়ে তৈরী করেছে এ উপন্যাস। প্রথম খন্ডের পটভূমিকা ছিল পূর্ববঙ্গের গ্রাম ও কলকাতা। দ্বিতীয় খন্ডে এসেছে দিল্লী ও ভারত।