“গ্রাম গঞ্জের গাছগাছড়া” বইয়ের ফ্ল্যাপের লেখা:
প্রাণময় এই পৃথিবীতে মানুষের আগে সৃষ্টি হয়েছে নানা ধরনের গাছপালা। এই গাছগাছড়া থেকেই আদিমকাল থেকে মানুষ খুঁজে নিয়েছে তার খাদ্য, বস্ত্র, ঔষধ-সহ বেঁচে থাকার নানা উপকরণ। এছাড়া গাছ থেকে আমরা পাই নৈসর্গিক আনন্দ। এই বইয়ে আলােচনা করা হয়েছে গ্রামবাংলায় পাওয়া যায় এমন বেশ কয়েকটি গাছের কথা রয়েছে । তাদের স্থানীয় নাম, আকার আকৃতি, পাতা ফুল ও বীজের কথা। বইটি বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ ও প্রকৃতিপ্রেমীদের অবশ্যপাঠ্য।