“জিরো আওয়ার” বইয়ের পিছনের কভারের লেখা:
নােবেল পুরস্কার প্রাপ্তির বক্তৃতায় আলবের কামু বলেছিলেন, যারা ইতিহাস তৈরি করে, লেখক তাদের পাশে থাকে না, ইতিহাসের ভিতরে বেঁচে থাকা মানুষদের জন্যই তার যাবতীয় কাজ। রাজনৈতিক ক্ষমতা, যুদ্ধ ও সন্ত্রাসে দীর্ণ পৃথিবী। দুই কবি দেখছে, একটি নদী তৃষ্ণায় মরে যাচ্ছে। যাবতীয় ক্ষমতা ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে রবিশংকর বল এর দুটি নভেলা।