একজন মানুষের কিছু “শূন্যতার দীর্ঘশ্বাস” রয়ে যায় আজীবন । হৃদয় থেকে উৎসারিত স্বপ্নরা সবসময়েই পূর্ণতা পায় না। থেকে যায় কিছু শূন্যতার দীর্ঘশ্বাস, থেকে যায় জীবনের কিছু স্বপ্ন । এ থেকে যাওয়ার মাঝেও এগিয়ে যায় জীবন । সেইসব শূন্যতা পৃথিবীর সকল মানুষের মাঝেই বিদ্যমান ।
আর এসব দুঃখ কষ্ট, হাসি কান্না, প্রকৃতি, ধর্মীয়মূল্যবোধ, নৈসর্গিক প্রেম এবং সমাজ সংসারের বাস্তবচিত্র তুলে ধরেছেন লাকী নিজাম তাঁর গল্প ও কবিতায় ।