পাঞ্জসূরা ও অজিফা নামক বইটির বৈশিষ্ট্য হল যে, এখানে সূরা ফাতিহা, সূরা ইয়াছিন, আর রহমান, ওয়াকিয়া, মূলক, মুযযামমিল, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ তিন আয়াত, অনেক দরুদ শরীফ, আয়াতে শিফা, আসমাউল হুসনা ও আসমায়ে নবী সা, ২০ লাখ নেকীর দোয়া, ৮০ বছরের ছগীরা গুনাহ মাফের দোয়া ও মুনাজাত। উল্লেখ করা হয়েছে। কুরআন তেলাওয়াত যারা জানেন না, তাদের সুবিধার কথা চিন্তা করে শুধু অধিক ফযীলতের কুরআনের সূরা ও অন্যান্য বিষয়ের ওজর হিসেবে বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হয়েছে। আসলে কুরআনের বিশুদ্ধ উচ্চারণ কোন ভাষাই সম্ভব না। এমনকি কিছু ক্ষেত্রে অর্থ পরিবর্তন ও হতে পারে তাই সাময়িক বাংলা উচ্চারণ দেখে তেলাওয়াত করলেও চেষ্টা থাকবে কুরআন শিক্ষা করার। মাত্র পনের দিনেই কুরআন তেলাওয়াত শিক্ষা করা সম্ভব। অনেক মসজিদে বয়স্ক কুরআনের ব্যবস্হা আছে সেখানে শিখে নিতে পারেন।