এইচ এস সি পর্যন্ত আমাদের বাধ্যতামূলক ভাবে বাংলা পড়তে হয় এবং বাংলা মানেই একটা বড় অংশ জুড়ে ব্যাকরণ।
ব্যাকরণ এর একটা গুরুত্বপুর্ণ অধ্যায়ের নাম হল সমাস। ছোট বেলা থেকে প্রতিটা পরীক্ষায় সমাস থেকে প্রশ্ন সবাই পেয়েছেন এবং এখন চাকরীর পরীক্ষা ও কিন্তু এর ব্যাতীক্রম নয়।
সমাস থেকে প্রশ্ন আসবেই।
যাদের এই লেখাটি পড়ে অনেকদিন আগেই সেই পড়া সমাসের কথা মনে হল এবং ইতিমধ্যে চাকরীর জন্য পড়াশুনা শুরু করেছেন বা করবেন তাদের জন্যই আজকের এই লেখা।
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। এতটুকু তো আমরা মনে করতে পারলেও সমাস কি শুধু এতটুকুই??
বাংলা ভাষা ব্যাকরণে ভালো করতে হলে আমাদের কারক, সমাস সহ প্রতিটা অধ্যায় খুব মনোযোগ দিয়ে পড়তে হয় এবং আনন্দের বিষয় হল এই অধ্যায় গুলো খুবই মজার। একবার এগুলো বুঝতে পারলে পুরো জীবনে আর এটা ভোলা যায় না।
বাংলা সমাস বইটি শিশিরকুমার আচার্য এক দারুণ উপায়ে লিখেছেন। আপনি পড়লেই বুঝতে পারবেন এবং উত্তর পেয়ে যাবেন কেন, কী এবং কিভাবের। তাই আর দেরি কেন?? এই বই দিয়ে এখনি শুরু হতে পারে আপনার আপনার প্রস্তুতির আরম্ভ।