‘রাত প্রায় একটা বাজে। তুমি এত দেরি করে বাড়ি ফিরছ কেন?’
স্ত্রীকে জুতোর কথাটা বলল স্বজন।
‘জুতো? তুমি পাগল নাকি?’
‘তোমার কি কোনও ব্যাপারেই কখনও কৌতূহল হয় না?’
‘হ্যাঁ, হয়। এই এখন যেমন কৌতূহল হচ্ছে আমার স্বামী আমাকে এত কেন বোকা মনে করে যে রাস্তায় পড়ে থাকা পুরোনো কিছু জুতোর গল্প শোনালে তাঁর রাত করে বাড়ী ফেরাটা আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব।’ এরপর চোখ রাঙাল সে। ‘আমি জানতে চাই তুমি কোনও মেয়ের খপ্পরে পড়েছ কিনা। সত্যি কথা বলবে।’
তার ইন্সপেক্টর বললেন, ‘তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে। কোথাও বাজে আড্ডাফাড্ডা দিচ্ছ নাকি, রাত জেগে?’ কৌতুক করলেন তিনি।