“পড়া মনে রাখতে হলে” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
পড়া কিছুতেই মনে থাকছে না? এত কষ্ট করে পড়ছ, আর একটু পরেই তা ভুলে যাচ্ছ? বিজ্ঞানের সূত্র, ইতিহাসের সাল-তারিখ মনে রাখার কথা ভাবলেই গায়ে জ্বর আসছে? পরীক্ষার হলে বসে জানা প্রশ্নের উত্তরটাও লিখে আসতে পারছ না? ঘাবড়ে যাবার কিছু নেই। সব পড়া কিন্তু তােমার মাথাতেই আছে। শুধু সময়মতাে সেসব পড়া মনে আনা চাই।
মনে করতেও পারবে, যদি এই বইয়ের নির্দেশগুলাে ঠিকঠাক মেনে চলাে। কেমন মজা হবে বলতাে, যদি পরীক্ষার হলে বসে – সব প্রশ্নের উত্তর চট চট মনে পড়ে যায়!