বাংলাদেশের বর্তমান সৃজনশীল সাহিত্যের বৈচিত্র্য ও রচনাকৌশলের দিকে নজর দিয়ে নির্দ্বিধায় বলা যায় আশরাফ পিন্টু অণুগল্পের মাধমে নতুন মাত্রা যোগ করেছেন । যেভাবে তিনি গল্প লিখেছেন তা সরল ও সাবলিল অনেকের কাছে সহজ মনে হবে, তবে বাস্তবতা হলো কাজটি মোটেও সহজ নয় । বুদ্ধি, যুক্তি, রসবোধ, শ্লেষ, সূক্ষ্ণ ব্যঞ্জনা এইসব একসাথে যুক্ত করে ছোট্ট অবয়বে গল্প লেখা খুব শক্ত কাজ । এই কাজ অনায়াসে আশরাফ পিন্টু করে ফেলেছেন বলা যাবে না । তিনি এ বিষয়ে অনার্থিক । অন্য লেখকরা এ বিষয়ে কেন এগিয়ে আসেন নি বলা কষ্টকর, এলে অন্তত তুলনা করা যেত
ড. মোস্তফা তারিকুল আহসান