দুই প্রজন্মের দুই নারী- আশা ও সালমা । ভালোবাসার আবেগ একই বিন্দুতে এসে মিশলেও বিপ্রতীপ কোণের মত বিপরীত চিন্তায় অভ্যস্ত তারা দু’জন। সালমা সমাজ, সংসার, আত্মীয়কে প্রাধান্য দেন— আশা চিন্তা করে বাস্তববাদী জীবন ধারনের। দুই সরলরেখার মত আছেন দুই পুরুষ মাহি ও ফেরদৌস। সরলরেখার ছেদবিন্দুতে এসে মিশেছে চার জনের ভালোবাসা। পরিণতির অপেক্ষায় আশা আর মাহি— সিদ্ধান্ত নেবেন সালমা আর ফেরদৌস। আদৌ কোন সিদ্ধান্ত তারা নিতে পারবেন কি?