“শেষ পরিণতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আপনি যদি সত্য ও ন্যায়কে আকড়ে ধরেন, সত্য ও ন্যায়ের পথে চলেন তাহলে সত্য ও ন্যায় আপনার ভাল ফলাফলকেই বহন করে আনবে। আপনি যদি মিথ্যা ও অন্যায়কে ধারণ করেন, মিথ্যা ও অন্যায় তার অনুরূপ ফলাফলকেই উপহার দিবে। এই উপন্যাসের গল্প ছােট থেকে বড় সকলের উপযােগী করেই জীবনের চলার পথের পাথেয় হিসেবে কিছু বার্তা দিয়ে যাবে যা আপনার সন্তান অর্থাৎ ভবিষ্যতের কাণ্ডারীদের এক ধরনের দিক নির্দেশনা দিয়ে যাবে। আমার মনে হয়, প্রত্যেক পাঠকেরই উচিত অন্তত একবার এই বইটি পাঠ করা জীবনে চলার পথে ঘটে যাওয়া মিলন-বিরহের দোলাচলে নতুন এক আবহ তৈরি করবে এই উপন্যাসটি। পাঠককে অন্য জগতে নিয়ে যেতে এই উপন্যাসের বিষয়বস্তুতে একটুও ঘাটতি নেই। বইটি আপনাদের অবশ্যই ভালাে লাগবে।