“মা হতে হলে জানতে হবে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বইটিতে গর্ভকাল, প্রসবকাল ও প্রসব-পরবর্তী সময়ে মায়ের যত্ন ও করণীয় সম্পর্কে আলােচনা করা হয়েছে। মা হওয়ার আগে উক্ত বিষয়গুলাে সম্পর্কে জ্ঞান লাভ করলে আত্নসচেতনতাবােধ, মানসিকবল শক্তি বৃদ্ধি পাবে এবং কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব হবে। শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। একটি সুস্থ, সবল, প্রাণবন্ত শিশু সকলের কাম্য। এই বইটি গর্ভকাল ও গর্ভস্থ ভ্রুণের বিকাশ, প্রসব ও প্রসব-পরবর্তী যত্ন সম্পর্কে মাকে মৌলিক জ্ঞান প্রদানে সক্ষম।