অজস্র ভাঙা-গড়ার প্রলয়ের ভেতর দিয়ে এগিয়ে চলে জীবন। যত আঘাতই আসুক, যত বাঁধাই পথ আগলে দাঁড়াক, জীবন থামে না। কখনো না। কারো জন্য না। তবে হ্যাঁ, জীবন চলার বাঁকে বাঁকে কিছু বিষয়, কিছু মানুষ, কিছু ঘটনা, কিছু জিনিস কেটে যায় স্থায়ী আঁঁচড়। এরা বেঁচে থাকে বুকের গহীনে। প্রতিটি মানুষের অন্তঃপুরে এদের হয় স্থায়ী নিবাস। ‘এখানে আকাশ নীল’ মানব জীবনের নানা উত্থান পতনের এক মুগ্ধকর চিত্রায়ণ। এই উপন্যাসে লেখক আশ্চর্য রকম গভীর এক দৃষ্টিতে জীবনকে নিরীক্ষণ করেছেন। মানবের যাপিত জীবনের গভীর থেকে গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে তুলে এনেছেন পরম মমতায়। চিরায়ত বাংলা লেখকের কলমে ধরা দিয়েছে এক অনন্যসাধারণ নান্দনিকতায়। উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় মাটি আর মানুষের ঘ্রাণ লেগে আছে এক অদ্ভুত মায়ায়। ‘এখানে আকাশ নীল’ নামটির ভেতরেও লুকিয়ে আছে শ্যামল বরণ বাংলা মায়ের ছবি, লুকিয়ে আছে এক নিঃসীম বেদনার নীল।