আমলের মাঝে রিযা-ই ইলাহী থাকতে হবে (সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে)। আল্লাহ যদি সন্তুষ্ট হন, সমস্ত দুনিয়া বিমুখ হলেও এর কোন মূল্য নেই। যদি তিনি কবুল করেন, সবাই পরিত্যাগ করলেও তা মূল্যহীন। আল্লাহর যদি খুশী থাকেন এবং কবুল করেন তাহলে তিনি চাইলেও হিকমতের প্রয়োজনে, তোমরা না চাইলেও জনগণকে দিয়ে তোমাদেরকে গ্রহণ করিয়ে নিবেন, জনতাকেও তোমাদের প্রতি খুশি করে দিবেন। এ কারণেই আল্লাহরক সন্তুষ্টিই একমাত্র লক্ষ্য হওয়া দরকার।