“দ্য হিস্ট্রি অব রয়্যাল লেডিস ইন মোঘল এমপায়ার” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
রাজপ্রাসাদে মােঘল সম্ভ্রান্ত-নারীদের জীবনযাপন প্রণালী, তাঁদের অন্দরমহলের ভেতর ও বাইরের কার্যকলাপ, পােশাক ও অলংকার, পর্দাপ্রথা, ধর্ম, বিদ্যাশিক্ষা এমনকি তাদের প্রেম ও উচ্চাভিলাষ, কৃতিত্ব ও অবদানগুলাে এখনও অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে রয়েছে। মােঘল সাম্রাজ্যের নারীদের কাহিনি দীর্ঘ ও বিস্তৃত। তাঁদের সম্বন্ধে প্রত্যেকটি যুগের ইতিহাসে বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ দিক রয়েছে এবং সেগুলাে সম্বন্ধে আলাদা ও বিস্তারিত আলােকপাত করা হয়েছে…