ছোট একটা ছেলে । ক্লাস ফাইভ সিক্সে পড়ে । সমবয়সী আর দশটা ছেলের মতোই দুষ্ট , খেলা পাগল । এক ফাইনাল পরীক্ষার দিন সকালে তার হাতে আসে একটা সরকারী চিঠি । উকিলের পাঠানো । এরপর সব ওলট-পালট হয়ে যায় । বাকিদের মতো আর থাকেনা তার জীবন । সেপারেশন হয়ে যাওয়া এক মা-বাবার এক ছেলের জীবন কাহিনী নিয়ে লেখা ‘প্রশ্ন তারও কমন পড়েছিল’ । ডিভোর্স হয়ে গেলে সবাই অভিভাবক দের নিয়েই ভাবে , কেউ ভাবেনা ঐ পরিবারের সন্তানদের উপর কি পরিমাণ মানসিক যন্ত্রণা যায় । হাসি , কৌতুক , কিছুটা কান্না – সব মিলিয়ে বাস্তবধর্মী একটা লেখা ‘প্রশ্ন তারও কমন পড়েছিল’ ।