“হ্যাকিং!!” বইটির ‘বিশেষ দ্রষ্টব্য’ অংশ থেকে নেয়াঃ
পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। এই বইটিতে বর্ণনাকৃত আর্টিকেলসমূহ শুধুমাত্র শিক্ষা গ্রহণ এবং পাঠকের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বহন করে। বইটির তথ্যের অপব্যবহার করলে আপনাকে আইনের আওতায় আনা হতে পারে। আপনি যদি নিচের টিউটোরিয়াল গুলাে পড়ে কোনও সাইবার ক্রাইমে জড়িত হন তাহলে এর জন্যে বইটির অথর কে, এম, জুবায়ের অথবা অঙ্কুর প্রকাশনী দায়ী থাকবে না। বইটি পড়ার সময় অনুশীলন করার জন্যে নিজের কম্পিউটার ব্যবহার করবেন, অন্য কারাে কম্পিউটার তার অনুমতি ব্যতীত ব্যবহার করবেন না। বইটিতে সাধারণ কিছু কম্পিউটার ট্রিকস আলােচিত হয়েছে যেগুলাে কোনও ভিকটিমের গুরুত্বপূর্ণ ক্ষতি সাধনের জন্যে যথেষ্ট নয়, তবুও আপনি যদি কারাে ক্ষতি করার মতলব নিয়ে বইটি সংগ্রহ করে থাকেন তাহলে এখনি ছুড়ে ফেল দিন। বইটির অথর সরাসরি এথিকাল হ্যাকিং সাপাের্ট করে এবং বাংলাদেশের সকল হ্যাকারদের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে এই বইটি লেখা হয়েছে।