সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ ২০০৭-২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দাঁড় করানাে হয়েছিলাে আসামির কাঠগড়ায়। আইনের প্রতি শ্রদ্ধা জানাতে তিনিও দাঁড়িয়েছিলেন। তবে স্বাচ্ছন্দ্যে কিংবা সাবলীলভাবে নয়। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বারবার নিজের অস্বস্তির কথা জানিয়েছেন। বলেছেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জনগণের কাছে হেয়প্রতিপন্ন করার বিশেষ উদ্দেশ্য নিয়ে তত্তাবধায়ক সরকার তাকে এ কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কথিত মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে এবং নির্বাচন থেকে তাকে দূরে রাখার জন্যই সরকার এ ষড়যন্ত্র করে বলে শেখ হাসিনা একাধিকবার অভিযােগ করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা চারটি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয় রাজধানীর জাতীয় সংসদ এলাকার পুরনাে মন্ত্রী ও এমপি হােস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালতে। একই আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেশ কয়েকটি মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। শেখ হাসিনার মতাে তিনিও একাধিকবার ওই আদালত নিয়ে প্রশ্ন তুলেছেন।