“চন্দ্রাহত জ্যোৎস্নায়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতা কেবল মনের কথা প্রকাশ নয় বরং মনের কথাকে শব্দের কারুকাজে পাঠকের মনের কথার সাথে মিলিয়ে নেয়ার শিল্প। এদিক থেকে নবী আজাদ চেষ্টা করেছেন নিজের একান্ত অনুভূতিগুলাে পাঠকের অনুভূতির সাথে একাকার করে দিয়ে নতুন এক শব্দানুভূতির জগৎ উপহার দেবার । তাঁর কবিতার ভেতর প্রবল প্রেম; মানসিক হতাশা; নিজস্ব অন্তর্ঘাত, প্রকৃতির সাথে। নাগরিক জীবনের শূন্যতা; মানবিক ক্ষরণের নানান অনুভূতি উপস্থাপিত হয়েছে। মানব মনের স্তরে স্তরে ঘূর্ণিপাক খেয়ে যে ভাবনায় দিশেহারা হয় মানুষ “চন্দ্রাহত। জ্যোৎস্নায় তারই সরল উপস্থাপন।