শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। নিজের হাতে গড়ে তুলেন একটি জাতি। একটি আদর্শ জাতি গড়ে তুলতে হলে নিজেকেও হতে হয় আদর্শ। “কীভাবে হবেন একজন আদর্শ শিক্ষক” এমনই এক বই যা কর্মস্থলে প্রবেশ করার পূর্বে আপনাকে গড়ে তুলবে। ছাত্রদের জন্য আপনি কীভাবে একজন আদর্শ হয়ে উঠবেন এসব কিছুরই দিকনির্দেশনা রয়েছে বইটিতে। এভাবেই বইটি হয়ে উঠেছে শুধু ধর্মীয় অঙ্গনের জন্য নয়, সকল অঙ্গনের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন।