আধুনিক স্টেরিওরসায়ন
ড. মো. রবিউল ইসলাম
বিষয় : স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির রেফারেন্স বই
স্টেরিওরসায়ন বা ত্রিমাত্রিক রসায়ন বৈজ্ঞানিক ধারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। এটি জৈব রসায়নের সবচে’ কঠিন বিষয় যা গুরুত্বের কারণে বার বার জৈব রসায়ন পাঠে আসে। বর্তমানে জৈব রসায়নের প্রতিটি শাখায় স্টেরিওরসায়নের গুরুত্ব অপরিসীম।
এ বইয়ে প্রথমে বাংলাদেশের সকল বিশ^বিদ্যালয়ের স্টেরিওরসায়নের পাঠ্যসূচী দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিষয়বস্তু সহজভাবে পর্যাপ্ত চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। একাধিক উদারণ এবং সমস্যা ও তার সমাধান সংযোজন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে সার-সংক্ষেপ ও অনুশীলনী ও তার সমাধান দেয়া হয়েছে। স্টেরিও রসায়নের বিষয়াদি আয়ত্ব করতে হলে মডেল-এর প্রয়োজন। তাই যথাসম্ভব মডেলের সাহায্য নেয়া হয়েছে। বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রশ্নপত্রও সংযোজিত হয়েছে।