“টুঙ্গিপাড়ার খোকা” বইটির সম্পর্কে কিছু কথা:
সবগুলাে মেঘ তখন তাকায় মানুষসমুদ্রের দিকে। এত উঁচু থেকেও সাগরের কোনাে তীর দেখতে পেল না কেউ। যে সাগর ওরা দেখে এসেছে, সে সাগরেরও তাে তীর ছিল। এ সাগরের নেই কেন? এক এক করে মানুষ। আসছেই, আর বাড়ছে সাগরের পরিধি। তারপর হঠাৎ হইচই শুরু হলাে নিচে ভীষণ শােরগােল। মনে হল সাগরের ঢেউ উত্তাল হয়ে পড়েছে। সেই উত্তাল ঢেউয়ের ঠিক মাঝখানে এসে দাড়ালেন বিশাল এক মানুষ। বিশাল তার ছায়া। সেই ছায়া এসে পড়ল মেঘেদের গায়ে। চমকে ওঠল মেঘেরা। যে সাগরের ঢেউ তারা দেখে এসেছে, এ ঢেউ যে তারচেয়েও বড়! সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল সেই ছােট্টমেঘগুলাে, আরে! এ! তাে আমাদের খােকা। আমাদের টুঙ্গিপাড়ার খােকা!’