একাত্তরের অভূতপূর্ব রক্তিম স্পন্দনমাখা সময়টি ধারণ করা হয়েছে উপন্যাস-জুড়ে।কিন্তু এর বিস্তার সাতচল্লিসের দেশভাগ থেকে হালের গণজাগরণমঞ্চ পর্যন্ত।মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ঔপন্যাসিক দেশভাগের শিকার উদ্ধাস্তু চারপুরুষের একটি পরিবারের এমন এক মর্মস্তুদ আখ্যান নির্মাণ করেছেন যা মানবিক সংকটে পূর্ণ,সে-অর্থে অস্তিত্ব-সংগ্রামেরও কাহিনী।শুধু তাই নয়,এখানে মূর্ত হয়ে উঠেছে জেগে-উঠা আরেক বাংলাদেশ,মুক্তিযুদ্ধের পর আরও এক রক্তাক্ত যুদ্ধেের সমান্তরাল কাহিনী।যে-যুদ্ধ দৃশ্যের ভেতরে ও দৃশ্যের বাইরে,আজকের বাংলাদেশে…