“আহকামুল হাজ্জ ওয়াল উমরাহ ওয়ায যিয়ারাহ বা হাজ্জ, উমরাহ ও যিয়ারাতের নিয়ম-বিধান” বইটির সম্পর্কে কিছু কথা:
বইটি আমার লেখা কুরআনুল কারীম ও সহীহ হাদীস এর আলোকে ইসলামী শিক্ষা সিরিজ-৭ ”/আহকামুল হাজ্জ ওয়াল ‘উমরাহ ওয়ায যিয়ারাহ বা হাজ্জ, উমরাহ ও যিয়ারাতের নিয়ম-বিধান” হিসেবে প্রকাশিত হল। আমার সাধ্য অনুযায়ী সঠিক দলীল প্রমাণের আলোকে সহজ-সরলভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরও মানুষ হিসেবে কোন ত্রুটি থাকা অসম্ভব নয়। যান্ত্রিক (মুদ্রণজনিত) বা অন্য কোন ত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী মুদ্রণে তা সঠিকভাবে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।