তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে)

৳ 800.00

লেখক ড. রাগিব সারজানি
প্রকাশক মাকতাবাতুল হাসান
আইএসবিএন
(ISBN)
978-984-8012-05-5
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬২৪
সংস্কার ৩য় সংস্করণ ২০২২
দেশ বাংলাদেশ

#তাতারিদের_ইতিহাস_নতুন_সংস্করণ_২_খণ্ডে নতুন সংস্করণে ড. রাগিব সারজানির ভূমিকা ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক উপাখ্যান হলো তাতার বা মোঙ্গল উপাখ্যান। তাতারদের প্রতিটি যুদ্ধে নিহতের গড় হার পৃথিবীর ইতিহাসে সংঘটিত যেকোনো যুদ্ধের চেয়ে বেশি। কারণ, তারা হত্যাযজ্ঞ চালানোর ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নাগরিকের মাঝে কোনো পার্থক্য করেনি। যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ-নির্বিশেষে হত্যাযজ্ঞ চালিয়েছে। অসংখ্য বৃহদায়তন শহর সমূলে ধ্বংস করে দিয়েছে। তাদের এমন ধ্বংসাত্মক আচরণ থেকে মুসলিম-অমুসলিম কেউই বাদ যায়নি। তাদের উত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত এশিয়া-ইউরোপ সব জায়গায় তারা এই ধ্বংসযজ্ঞের নির্মমতা দেখিয়েছে। প্রকৃতপক্ষে তাতারদের ইতিহাস অত্যন্ত মর্মান্তিক এক ইতিহাস। তাতারদের সুদীর্ঘ রক্তাক্ত ইতিহাস বিভিন্ন চলচ্চিত্র, সেমিনার-সিম্পোজিয়াম, সংবাদমাধ্যম, গল্প-উপন্যাস ও সাহিত্যকর্মের জন্য বিপুল উৎস হিসাবে পরিণত হয়। তবে এসবের উপস্থাপনায় সত্য-মিথ্যার মিশ্রণ ঘটে। বাস্তব ঘটনাগুলো কাল্পনিক ও বানোয়াট ঘটনার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। ফলে ইতিহাসের বাস্তব চিত্রটি হারিয়ে যায়। এটিই ঐতিহাসিক উপন্যাসগুলোকে দুর্বল এবং ইতিহাসের পাঠ ও শিক্ষা থেকে উপকৃত হওয়াকে কঠিন করে তুলেছে। তাই এমন একটি রচনার বড় প্রয়োজন ছিল, যার মধ্যে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য ও সংশ্লিষ্ট ঘটনাবলির সূক্ষ্ম বিশ্লেষণ উপস্থাপিত হবে। সঙ্গে সঙ্গে ঘটনার প্রতি টানটান উত্তেজনা সৃষ্টির দিকটিও সমানভাবে গুরুত্ব পাবে। বস্তুত তখনই ইতিহাস থেকে পরিপূর্ণ উপকার লাভ করা সম্ভব হবে এবং সত্য ইতিহাসটুকু আমাদের জন্য শিক্ষাদীক্ষার মাধ্যমে পরিণত হবে। যদি আমরা উল্লিখিত পদ্ধতি অনুসরণ করি, তাহলে বিভিন্ন শ্রেণির পাঠকের জন্য ব্যাপকভাবে উপকৃত হওয়া সম্ভব হবে। বক্ষ্যমাণ গ্রন্থটি সে ধারার পরিশ্রমেরই ফসল। গ্রন্থটির প্রথম সংস্করণের ব্যাপক সফলতা আমাকে এর পুনর্নিরীক্ষণ ও তথ্যসংযোজনে উদ্বুদ্ধ করে, যা পাঠককে ঘটনার বাস্তবচিত্র বুঝতে সাহায্য করবে। এই সংস্করণে মোট ২৮টি মানচিত্র ও পাঁচটি চিত্র সংযুক্ত করা হয়েছে, যা পাঠকের সামনে ঘটনার দৃশ্যপট স্পষ্টকরণে জোরালো ভূমিকা রাখবে। এ ছাড়াও বইটির শেষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা যুক্ত করা হয়েছে, যা আইনে জালুত যুদ্ধের পর তাতারদের অবস্থা সম্পর্কে সম্যক ধারণা দেবে এবং গোল্ডেন হোর্ড নামে পরিচিত তাতারদের একটি বড় অংশ কীভাবে ইসলাম গ্রহণ করল, তা স্পষ্ট করবে। আলোচনাটি আরও স্পষ্ট করবে উত্তরাঞ্চলীয় তাতারদের অবস্থা। বারকে খানের জীবনাচার। মুসলিমদের জন্য তার আবেগ। হালাকু খানের সঙ্গে তার শত্রুতার দৃশ্যপট এবং মামলুকদের সঙ্গে তার সহযোগিতাপূর্ণ সম্পর্ক ইত্যাদি। সবশেষে তাতার নেতৃবৃন্দের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের আলোচনা যুক্ত করা হয়েছে। যেমন : তেকুদার, গাজান, উলজাইতু ও আবু সাইদ। গ্রন্থটিতে গুরুত্বপূর্ণ আরও কিছু সংযোজন হলো, নতুন সংস্করণের টীকায় এমন ৮০ জন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী যুক্ত হয়েছে, যাদের আলোচনা এ গ্রন্থে এসেছে। এভাবে ইতিহাসের বিভিন্ন পক্ষ ও ইতিহাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে জানার মাধ্যমে পাঠকের জন্য আরও ভালোভাবে ঘটনাগুলো বোঝা ও মূল্যায়ন করা সম্ভব হবে। গ্রন্থটিকে সর্বাঙ্গীণ সুন্দরভাবে প্রকাশ করার জন্য গ্রন্থটির মুদ্রণ, ভাষা সম্পাদনা, সূচি ও গ্রন্থসূত্র-সহ প্রতিটি বিষয় পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এ সকল সম্পাদনা সত্ত্বেও বড় একটি কাজ বাকি রয়ে গেছে। সেটা হলো, বিশ্বব্যাপী তাতারদের ধ্বংসযজ্ঞের ঢেউ থামিয়ে তাদের ওপর জয়লাভকারী মামলুকদের ইতিহাস পূর্ণরূপে লিপিবদ্ধ করা। তবে এর জন্য একটি স্বতন্ত্র গ্রন্থের প্রয়োজন। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে এই কাজটি সম্পন্ন করার সময় ও সুযোগ দান করেন। আমিন। ⸺ড. রাগিব সারজানি কায়রো, মিশর ১৪ নভেম্বর ২০২০

Dr. Rageb Sarjani
জন্ম: ১৯৬৪ঈ.
আল মুহাল্লা কুবরা, মিশর।
ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে |
শিক্ষা
তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন।
কর্মক্ষেত্র
অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর
রচনাবলি
ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ