“নিষিদ্ধ দিনলিপি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই বইটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনলাইন পাের্টালে। এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিছু কলাম অন্তর্ভুক্ত। করা হয়েছে। সেই সাথে আছে অপ্রকাশিত কিছু। লেখা। যে বিষয়গুলােকে আমাদের সমাজে লজ্জার। বলে মনে করা হয়, যে কথাগুলাে নেড়েচেড়ে দেখ। নিষেধ, যে সমস্যাগুলােকে গালিচার নিচে ঠেসে দেয়াই বেশি স্বস্তিকর দুই রইটিতে সেই বিষয়গুলাের উপরেই লেখক আলোকপাত করেছেন সাহসিকতার সাথে ।