আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী

৳ 180.00

লেখক ড. মোহাম্মদ আমীন
প্রকাশক কালিকলম প্রকাশনা
আইএসবিএন
(ISBN)
9789849187893
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৬
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

“আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলা সাহিত্যের অনেক বরেণ্য ব্যক্তিদের নিয়ে আলােচ্য গ্রন্থটিতে যে সকল মন্তব্য এসেছে সেগুলাে অনেক ক্ষেত্রে সংশয়ের উদ্রেক করতে পারে। পাঠকের কোন প্রশ্ন জাগলে তার উত্তর বই হতে পাওয়া সম্ভব। নয়। তাই ভূমিকার মাধ্যমে আমি পাঠকের কাছে উপস্থিত হয়ে কিছু প্রশ্নের আগাম উত্তর দিতে চেষ্টা করলাম । সুহৃদ পাঠক, গ্রন্থে আমার জবানিতে বর্ণিত বক্তব্য বাকি বক্তব্যগুলাে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিজস্ব বক্তব্য। আহমদ ছফার জনানিতে বিধৃত কথাগুলাে সম্পূর্ণরূপে প্রয়াত আহমদ ছফার । বিগত ১১ বছর আহমদ ছফার সাহচর্যে থাকার সুবাদে সাহিত্য বিষয়ে যে আলাপ হত তার কিয়দংশ দিয়ে গ্রন্থটি সাজানাে হয়েছে। ধারাবাহিক কোন বিবরণ। এটা নয়। প্রামাণ্য বলেও দাবি করছি না। আহমদ ছফার সাথে আমার আড্ডা বা আলাপের যে সকল টুকরাে স্মৃতি স্মরণে ছিল তা দিয়ে গ্রন্থটির অবয়ব সজ্জিত করেছি মাত্র।

শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা । ড. মােহাম্মদ আমীন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম সকিনা বেগম। পিতামহ মৌলানা গােলাম শরীফ বড়াে হুজুর নামে খ্যাত। বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. মােহাম্মদ আমীনের আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে। বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা ভাষা নিয়ে এ পর্যন্ত রচিত তাঁর গ্রন্থের সংখ্যা। ত্রিশ । উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি তার লেখালেখির ক্ষেত্র। নানা বিষয়ে তাঁর লেখা। গ্রন্থসংখ্যা ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি। একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব অটোয়া, অন্টারিও, কানাডায় ভাষাবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্বরত আছেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ