ইসলামের দিগ্বিজয়

৳ 500.00

লেখক সাহাদত হোসেন খান
প্রকাশক আফসার ব্রাদার্স
আইএসবিএন
(ISBN)
97898490299833
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪১৪
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

বইটি সম্পর্কে সামান্য কথা
বইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক আত্মার সঙ্গে দেহের সম্পর্কের মতো। এ বইটির সঙ্গে আমার সম্পর্ক আরো বেশি গভীর ও নিবিড়। আল্লাহকে কিভাবে স্মরণ করতে হয় জানি না। ইসলামী এলেমও আমার নেই। শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো কাজও করিনি। লেখার সময় আমার মধ্যে এমন একটি অনুভূতি কাজ করেছে যেন এ বইটি হয় আমার আখেরাতে মুক্তির একটি ওছিলা।

যে কেউ আমার লেখায় শত শত ভুল ধরতে পারেন। কিন্তু আমার আন্তরিকতায় কোনো খাদ ছিল না। লিখতে গিয়ে অনেক সময় নীরবে কেঁদেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে রাহমানুর রহিম, তুমি আমাকে কেন এ কালে দুনিয়ায় পাঠালে। আখেরি নবীর আমলে পাঠালে আমি ইসলামের জন্য শহীদ হওয়ার গৌরব অর্জন করতে পারতাম। আমাকে তুমি কেন এ গৌরব থেকে বঞ্চিত করলে। আল্লাহর ইচ্ছার ওপর কারো হাত নেই। আমরা আল্লাহর ইচ্ছায় এ কালে পৃথিবীতে এসেছি। তবে তখনকার পৃথিবী আজকের মতো ছিল না। তখনকার মুসলমানদের আজকের মানদণ্ডে বিচার করা যায় না। আমরা গর্ব করে বলি, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত মুসলিম ভূখণ্ড। এত বিশাল ভূখণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে কিভাবে এলো আমরা কখনো তা তলিয়ে দেখি না। এ বইটি লিখতে গিয়ে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি।

ইসলামের দিগ্বিজয়ের ওপর লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ বই হচ্ছে ইবনে ইসহাকের সিরা (বিশ্বনবীর প্রাচীনতম জীবনী), আল-ওয়াকিদীর মাঘাজি (মহানবীর সামরিক অভিযান), আল-বালাজুরির কিতাব ফুতু আল-বুলদান (জাতিগুলোর অভিযান) এবং আল-তাবারির ৪০ খণ্ডের তারিখ-আল রসূল ওয়াল মুলক (নবী ও রাজাদের ইতিহাস)। আলোচ্য বইটি লিখতে গিয়ে আমি উল্লেখিত এসব প্রাথমিক সূত্র এবং পিকে হিট্টির হিস্ট্রি অব দ্য অ্যারাবস, এডওয়ার্ড গিবনের দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন এন্ড দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) এআই আকরামের দ্য সোর্ড অব আল্লাহ: খালিদ বিন আল-ওয়ালিদ: হিজ লাইফ এন্ড ক্যাম্পেইনসহ আরো অনেক বইয়ের সহায়তা গ্রহণ করেছি। স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে, আমি যেসব ঐতিহাসিককে অনুসরণ করেছি আমি তাদের কারো একটি নখের সমান নই।

মুসলমানরা তখনকার পৃথিবীর দুটি পরাশক্তি বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্যকে তছনছ করে দেয়। মুসলিম অগ্রাভিযান প্রতিরোধে বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্য জোটবদ্ধ হয়েছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরব উপদ্বীপের খ্রিস্টানরা। কিন্তু মুসলমানদের দুর্নিবার অভিযানে তাদের সব প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙ্গে যায়। এ দুটি সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের শত শত লড়াই করতে হয়েছে। মুসলিম অগ্রাভিযান শুধু এশিয়া ও আফ্রিকায় সীমাবদ্ধ ছিল তা নয়, ইউরোপেও মুসলমানরা দিগ্বিজয় চালিয়েছিল। বস্তুত তখনকার জ্ঞাত পৃথিবীর প্রায় সবটাই ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে।

আমি শুধু লেখক নই, ব্যক্তিগতভাবে আমি মুসলমান। মুসলমানদের গৌরবের ইতিহাস আমাকে আন্দোলিত করে। মুসলমান হিসেবে ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন আমার অপরিহার্য কর্তব্য। শুধু আমার নয়, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য ইসলামের দিগ্বিজয়ের ইতিহাস জানা প্রয়োজন। বইটিতে কেবলমাত্র ইসলামের দিগি¦জয়ের ইতিহাসের বর্ণনা দিয়ের্ছি। তাই বইটির নাম দিয়েছি ইসলামের দিগ্বিজয়।

সাহাদত হোসেন খান

সূচিপত্র
প্রথম অধ্যায়
* ইসলামের প্রাথমিক দিগ্বিজয়
* সাসানীয় পারস্য সম্রাটের কাছে বিশ্বনবীর (সা.) চিঠি
* সাসানীয় পারস্য সাম্রাজ্যের পতন
* বাউজান্টাইন শাসিত বৃহত্তর সিরিয়ায় অভিযান

দ্বিতীয় অধ্যায়
* ব্যাটল অব চেইন্স
* ব্যাটল অব রিভার
* ব্যাটল অব ওয়ালাজা
* ব্যাটল অব উল্লাইস
* ইরাকের রাজধানী হিরা অবরোধ
* ব্যাটল অব দামাত আল-জান্দাল
* ব্যাটল অব সানি
* ব্যাটল অব ফিরাজ
* ব্যাটল অব আন-নামারাক
* ব্যাটল অব বুয়ায়েব
* ব্যাটল অব কাদেসিয়া
* পারস্যের রাজধানী টেসিফন অবরোধ
* ব্যাটল অব জালুলা
* ব্যাটল অব নাহাভান্দ
* আফগানিস্তান বিজয়

তৃতীয় অধ্যায়
* ব্যাটল অব মুতা
* খালিদকে সি-ইন-সি হিসেবে নিযুক্তি
* ব্যাটল অব অব বসরা
* ব্যাটল অব আজনাদায়ান
* দামেস্ক অবরোধ
* প্রধান সেনাপতির পদ থেকে খালিদকে বরখাস্ত
* ব্যাটল অব ফাহাল
* সিরিয়ার বৃহত্তম নগরী এমেসা অবরোধ
* ব্যাটল অব অব ইয়ারমুক
* জেরুজালেমের পতন: উমরের কাছে নগরীর চাবি হস্তান্তর
* ব্যাটল অব মারজ আস-সফর
* মুসলমানদের মিসর বিজয়
* মুসলমানদের উত্তর আফ্রিকা বিজয়
* বিজয়ের উন্মাদনায় ঘোড়া নিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ
* খলিফা হযরত উসমানের অধীনে সামরিক অভিযান

চতুর্থ অধ্যায়
* উমাইয়া আমলে স্পেন বিজয়
* স্পেনের গুয়াডালেটে যুদ্ধ
* হযরত সোলায়মানের টেবিল নিয়ে মুসা ও তারিকের বিরোধ
* ফ্রান্সের গাউলে উমাইয়া অভিযান
* ফ্রান্সের টুলোতে যুদ্ধ
* ফ্রান্সের টুরসে যুদ্ধ
* দক্ষিণ ইতালিতে ইসলাম
* সিসিলি বিজয়

প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুণী এ লেখকের জন্ম ১৯৫৬ সালের ১লা মে। নরসিংদীর মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা এবং নরসিংদী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। সাহাদত হোসেন খান এর বইয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট অধিক স্থান পায়। দীর্ঘকালের সাংবাদিকতা ক্যারিয়ার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি তাকে আকৃষ্ট করে তোলে যা তার লেখালেখিকেও প্রভাবিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, পলাশী থেকে একাত্তর, ক্রুসেড, স্বাধীনতা উত্তর ট্র্যাজেডি মুজিব থেকে জিয়া, অটোমান সাম্রাজ্যের উত্থান, স্নায়ুযুদ্ধ, এডলফ হিটলার, মু্ক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর যুদ্ধাপরাধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, ক্রুসেড, কাশ্মীর টু জেরুজালেম, কারবালা, প্রাচীন মিশর, ২৬৭ দিনের মুক্তিযুদ্ধ, পঞ্চাশ মুসলিম বীর, রোমান সাম্রাজ্য, রোমান থেকে বাইজান্টাইন, স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার, মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায়, আক্রান্ত মুসলিম বিশ্ব, ইসলামের দিগ্বিজয়, মোগল সাম্রাজ্যের পতন, বিশ্বের আলোড়িত বিশটি ঘটনা, অটোমান সাম্রাজ্যের পতন, ভারতের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ, সুলতান সোলেমান, আজকের বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব, পার্বত্য উপজাতিদের আদিনিবাস, কেন এলো জরুরি অবস্থা, খোলাফায়ে রাশেদীন, ক্লিওপেট্রা, সংঘাতের আবর্তে উপমহাদেশ, সমকালীন বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ীদের যুদ্ধাপরাধ, ট্রয় থেকে ইরাক দুনিয়া কাঁপানো যুদ্ধ, আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ, ইরাকে মার্কিন আগ্রাসন, দেশ বিদেশের রাজনৈতিক ঘটনা, ধর্ম সমাজ ও রাজনীতি, অটোমান সাম্রাজ্য, বিশ্ব রাজনৈতিক সংকট, নিষিদ্ধ প্রেম, পরিচয়, পাশ্চাত্যে ইসলাম ভীতি, নিষ্পাপ প্রেমের মৃত্যু, টুক্কা মুন্সীর একান্ত ঘর, বিশ শতকের সেরা বিশ, নিষ্কলঙ্ক বধূ, দেশে দেশে গণহত্যা, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের পরিণাম, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, অখণ্ড ভারত কায়েমের স্বপ্ন-সহ অনেক বই তিনি লিখেছেন এবং টোয়াইলাইট, দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান বই ২টি অনুবাদ করেছেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ