“মোঘল হেরেমের দুনিয়া কাঁপানো প্রেম” বইটির সম্পর্কে কিছু কথাঃ
উপন্যাসটির মাধ্যমে প্রেম-ভালােবাসার পাশাপাশি সমসাময়িক ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, শাসন পদ্ধতি এবং বিচার ব্যবস্থার সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। প্রেমের মতাে রসালাে বিষয় সংযুক্ত করে আমি মূলত পাঠকদের ইতিহাসের কতগুলাে নির্মম সত্য বােঝাতে চেষ্টা করেছি। সম্মানিত পাঠক, যদি লেখকের দুর্বলতাগুলােকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে বইটির মূল উদ্দেশ্যগুলাে হৃদয়ঙ্গম করতে সক্ষম হন, তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে।