“খলিল ও ভূত রাজকন্যা চম্পাবতী” বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ
খলিল বলতে লাগল, আন্টি খালি বলেন- কোন শালার ভাই নােভাকে উত্যক্ত করে। নাম বলেন খালি, আমি খলিল যদি ঐ শালার সলিল সমাধি না করছি তাইলে আমার নাম আর খলিল না, আমার নাম রাখবেন ‘গাধা।
নােভার মা চোখ ছােট করে খলিলকে আপাতমস্তক দেখলেন। এরপর উদাস গলায় জবাব দিলেন, তােমার নাম পাল্টালে কী হবে বাবা? গাধার নাম ঘােড়া রাখলে তাে আর সে ঘােড়া হয়ে যায় না!